World Stroke Day 2022
বিশ্ব স্ট্রোক দিবস ২৯শে অক্টবর, প্রতি বছর স্ট্রোক দিবস পালিত হয়, পৃথিবীর অনেক দেশেই বিশেষ গুরুত্ব সহ এই দিনটাকে পালন করা হয়, বিশেষ গুরুত্ব দেয়ার অনেক কারণ ও আছে- স্ট্রোক অনেক ভয়াবহ রোগ গুলির অন্যতম, ষ্টোক মস্তিষ্কের রোগ - হটাৎ করেই একেবারে সুস্থ্য একজন মানুষ একেবারে শয্যা শায়িত হয়ে যেতে পারেন, একেবারেই পুরাপুরি সুস্থ্য করার জন্য খুব অল্প সময় পাওয়া যাই - আনুমানিক ৬ ঘন্টা - এর মধ্যে বিশেষ এক ধরণের মেডিসিন দিয়ে জমাট বাধা রক্তে তরল করা যাই, সেক্ষেত্রে অনেকেই পুরাপুরি সুস্থতা ফিরে পেতে পারেন -
এবারের স্ট্রোক দিবসের বিষয় বস্তু হচ্ছে- স্ট্রোকের উপসর্গের ব্যাপারে সচেতনা তৈরী করা: নিজে জানবেন- অন্যকেও জানতে সহায়তা করবেন। "Learn the signs; say it's a Stroke". #WorldStrokeDay
- World Stroke Day Campaign 2023
- World Stroke Day Campaign 2022
- Neuro Consultation
- Make an Appointment