Brain hemorrhage- Bleeding inside Brain
মস্তিষ্কে রক্ত ক্ষরণ! মস্তিষ্কে রক্ত ক্ষরণ! অবশই সিরিয়াস সমস্যাগুলির মধ্যে একটি। মাথায় আঘাত থেকেও হতে পারে আবার আঘাত ছাড়াও মস্তিষ্কে রক্ত ক্ষরণ হতে পারে। আঘাত ছাড়া যে রক্ত ক্ষরণ হয় সেইটা স্ট্রোক হওয়ার দ্বিতীয় কারণ। বেশিরভাগ ক্ষেত্রে মস্তিষ্কের রক্ত নালীর সমস্যার কারণে এই রক্ত ক্ষরণ হয়ে থাকে। এই রক্ত ক্ষরণের পিছনের কারণ খুব বেশি নাই : যেমন উচ্চরক্তচাপ, বয়সের কারণে রক্তনালীর সমস্যা (Amyloid Angiopathy), জন্মগত ভাবেই রক্তনালীর সমস্যা (Ruptured Saccular Aneurysm, and Vascular Malformation) এবং এছাড়াও আরো অনেক কারণ আছে.
উচ্চ রক্তচাপ! নির্ণীত না হওয়া, সঠিক ভাবে চিকিৎসা না করা, এমনকি নিজের চিকিৎসা নিজে নিজে করা; মস্তিষ্কে রক্ত ক্ষরণের প্রধান কারণ। মস্তিষ্কের রক্ত ক্ষরণ এশিয়ানদের মধ্যেই বেশি দেখা যাই. রিস্ক ফ্যাক্টর: উচ্চ রক্ত চাপ, বয়স, এবং রক্ত তরল করার মেডিসিন খাওয়া।
স্বাভাবিক যে কাজকর্ম এরমধ্যেই রক্ত ক্ষরণ হয়ে যেতে পারে, সাথে মাথা ব্যাথা, বমি হওয়া, এবং রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, কোনো কোনো রোগী কমায়(COMA)চলে যেতে পারে, মস্তিষ্কে রক্ত ক্ষরণ -একটি মেডিক্যাল এবং নিউরোলোজিকাল ইমার্জেন্সি -কারণ এই সমস্যায় মৃত্যু হওয়ার সম্ভাবনা খুব বেশি, যেসব রোগী বেঁচে যান - স্থায়ী সমস্যা অনেকের থেকে যাই.
এই রোগ যতই জটিল হোক - প্রতিরোধ করা সম্ভব। একা পারবেন না, চিকিৎসকের পরামর্শ অবশই নেয়া লাগবে।
- Make an Appointment
- How to Contact Neurologist
- Fees & How to Pay Fees