Headache managment

Head Aches

Connect, Discuss, and Consult to Your Neurology Specialist Today and Everyday from any place.

Headaches are among the Most Common Neurological Disorders. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO, 2017) তথ্য অনুযায়ী সারাপৃথিবীতে প্রায় এক বিলিয়ন মানুষ বিভিন্ন ধরণের মাথা ব্যাথায় ভুগছেন - বলা যেতে পারে: প্রতি ৬ জন নারীর মধ্যে ১ জনের মাথা ব্যাথা আছে, প্রতি ১০ জন শিশুর মধ্যে ১ জনের মাথা ব্যাথা আছে, এবং প্রতি ২০ জন পুরুষ মানুষের মধ্যে ১ জনের মাথা ব্যাথা আছে.

It is One of the 20th Most Disabling Illnesses in the Planet. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO, 2017) তথ্য অনুযায়ী- Throughout the World, Migraine Disease & Headache have been underestimated, under-recognized, and under-treated Health Conditions Irrespective of Socio-Economic Context.

মাথা ব্যাথা কোনো ছোঁয়াচে রোগ না, এবং বেশির ভাগ ক্ষেত্রে জীবন নাশকও না, অনেকেই চিকিৎসকের পরামর্শ নেননা- অর্ধেক রোগী (>৫০%) নিজে নিজে কিচিৎসা করে থাকেন-

মাথা ব্যাথা এমন এক সমস্যা -যেইটা দেখা যাবেনা -কারণ মাথা ব্যাথার কোনো রং নাই, আকার নাই আকৃতি নাই, ধরা যাবে না; এমনকি পরীক্ষা করেও দেখা যাবেনা -বলতে পারেন ৯০% ভাগ ক্ষেত্রে এরকম। আরো কঠিন সমস্যা -কাউকে বোঝানো ও বিরাট সমস্যা, কেউ সহজে বিশ্বাসও করতে চাইবে না, এনমকি নিজের মানুষ ও সহজে বিশ্বাস করতে চাইবে না.

কিছু কিছু পেশায় - এই মাথা ব্যাথা-কে ব্যাবহার করে ছুটি নিয়ে থাকেন- মাথা ব্যাথা আছে কি নাই সেইটা প্রমান করা খুব কঠিন

আরও মজার ব্যাপার হচ্ছে: মাথা ব্যাথা হলে কেউ কিন্তু মাথার ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যাই না [যাই অনেক পরে]; প্রথমত- বেশিরভাগ রোগীই কিন্তু চোখের ডাক্তারের কাছে যান, এবং একটা চশমা পরা আরম্ভ করেন

বেশিরভাগ রোগীকে আমি জিজ্ঞেস করেছি - উত্তরটা এরকম: সবাই তো বলেন চোখের কারণে নাকি মাথা ব্যাথা হয় ? অতএব চোখ আগে দেখাতে হবে [সারা পৃথিবীর কিন্তু একই চিত্র]

অনেকে নিজের চিকিৎসা নিজেই করে থাকেন - ব্যাথা হলেই ব্যাথার মেডিসিন ফার্মেসি থেকে কিনে কিনে খেতে খাবেন - ব্যাথা কমে যাই - ব্যাথার মেডিসিন খেলে ব্যাথা অবশই কমবে - কিন্তু তারমানে এইনা যে উনি ভালো হয়ে গেলেন, ব্যাথানাশক মেডিসিন মাথা ব্যাথার কারণ হতে পারে - এধরণের অনেক রোগী ইদানিং পাওয়াও যাচ্ছে

মাথা ব্যাথা বেশির ভাগ প্রাইমারি -অর্থাৎ ফ্যামিলিয়াল এবং জেনেটিক , একেবারে পিন পয়েন্ট করে বলা মুশকিল ঠিক কোনটার কারণে ব্যাথা হচ্ছে। এখানে মস্তিষ্কের মধ্যে যেসব নিউরোট্রান্সমিটার থাকে সেগুলো ও মাথা ব্যাথার জন্য কিছুটা দায়ী বলা যায়,

Neurology Consultation Today & Every Day

Head Ache Type & Variant

Connect & Discuss Today

HeadAche - & Beyond

  • Cluster Headache
  • Chronic Paroxysmal Hemicrania
  • Short-lasting Unilateral Neuralgiform Headache attacks with conjunctival injection and tearing (SUNCT)
  • Hemicrania continua
  • Primary cough headache
  • Primary thunderclap headache
  • Cold-stimulus headache
  • Primary stabbing headache
  • New daily persistent headache (NDPH)
  • Headache attributed to giant cell arteritis

Google Meet Easier and Faster Way to Contact Me, Try This

Google meet Enable Us Quicker Connection and Discussion, Try it Today - [email protected]