World Stroke Day 2024

World Stroke Day 2024

বিশ্ব স্ট্রোক দিবস ।।

অক্টবর ২৯, বিশ্ব স্ট্রোক দিবস, প্রতি বছর এই দিনে পৃথিবীর বিভিন্ন দেশে স্ট্রোক দিবস উদযাপিত/ পালিত হয়; উদ্দেশ্য স্ট্রোক সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেনতা তৈরী: কিভাবে স্ট্রোক প্রতিরোধ করা যায়, স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর কিকি, এবং কিভাবে কমানে যায় ; স্ট্রোক চিকিৎসার চেয়ে প্রতিরোধ অনেকটাই সহজ এবং অনেক বেশি কার্যকরি । বিশ্ব স্ট্রোক সংস্থা নিশ্চিত করেছেন—"এই স্ট্রোকের ৯০% প্রতিরোধ করা সম্ভব" এবং এই প্রতিরোধ ব্যবস্থা সবাই মিলে একসাথে করা লাগবে।!

ভয়াবহ রোগগুলির মধ্যে স্ট্রোক অন্যতম! সারা পৃথিবীতে স্ট্রোক হচ্ছে মৃত্যু এবং ডিজেবিলিটির লিডিং কারণ। প্রতি বছর ১২ মিলিয়ন মানুষের স্ট্রোক হয় এবং বিশ্বব্যাপী, ২৫ বছরের বেশি বয়সী প্রতি ৪ জনে ১ জন তাদের জীবদ্দশায় স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকে [বিশ্ব স্ট্রোক সংস্থা];

স্ট্রোক সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং প্রতিদিন স্ট্রোকের ঝুঁকি কমানোর জন্য এ বছর বিশ্ব স্ট্রোক দিবস প্রচারাভিযান-এ সবাইকে পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করতে খেলাধুলার আবেগী/প্রেরণাদায়ক শক্তিকে ব্যবহার করা হচ্ছে। বৈশ্বিক সম্প্রদায় হিসেবে একত্রিত হয়ে পদক্ষেপ নিয়ে আমরা স্ট্রোকের চেয়ে বড়ো এবং শক্তিশালী হতে পারি এবং আমরা একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারি।

Let's Get Active Everyday To Be#GreaterThan > stroke.

  • WORLD STROKE ORGANIZATION

  • This video is being shared in the public interest to benefit global citizens living anywhere on this planet. We are #GreaterThan > Stroke.
  • World Stroke Day Campaign 2024
  • World Stroke Day Campaign 2023
  • World Stroke Day Campaign 2022

কিকি রিস্ক ফ্যাক্টর নিয়ন্ত্রণ করবেন:

  • নিচের রিস্ক ফ্যাক্টর গুলো নিয়ন্ত্রণ করা যাবে
  • উচ্চ রক্তচাপ (HTN-High Blood Pressure)
  • ধূমপান (Tobacco &Tobacco Products including Vaping)
  • অনিয়ন্ত্রিত কলেস্টেরল (High Cholesterol)
  • ডায়াবেটিস (Diabetes)
  • স্ট্রেস এবং বিষন্নতা (Stress & Depression)
  • মদ /মদ জাতীয় পানীয় (Alcohol)
  • খাদ্যাভ্যাস -কি খাচ্ছেন (Diet) -কি ধরণের খাবার খাচ্ছেন
  • স্থুলতা - ওজন বেড়ে যাওয়া
  • ব্যায়াম /ফিজিক্যাল একটিভিটি (Physical Activities)
  • আট্রিয়াল ফিব্রিলেশন (Atrial Fibrillation)