Neurology Specialist -Dhaka

POST HERPETIC NEURALGIA

PAIN AFTER HERPES ZOSTER INFECTION

Varicella Zoster Virus (VZV)- যার অন্য নাম হচ্ছে হারপিস জোস্টার- সাধারণত ছোট বেলায় এই ভাইরাসের ইনফেকশন দেখা যাই - যার নাম চিকেন পক্স ; সারা শরীরে অনেক ফুসকুড়ি উঠে -আস্তে আস্তে গোলে যাই- ঘা শুকাতে থাকে; এবং ভালো হয়ে যাই/

এই যে ভাইরাস -এইটা কিন্তু আপনার শরীরে থেকে গেলো -বিশেষ করে নার্ভের ভিতরেই থাকে। সময় সুযোগ বুঝে আবার মাথা ছাড়া দিয়ে উঠবে- শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেই এই ভ্যারিসেলা ভাইরাস আবার আক্রমণ করে - আবার ফুসকুড়ি উঠবে- সাথে ব্যাথা - কয়েকদিন পর ফুসকুড়ি গোলে যাবে- এবং শুকাতে থাকে - এই স্টেজ কে বলা হয় সিঙ্গেল [Shingles], এই স্তরে অবশই চিকিৎসা নিতে হবে - এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা আরম্ভ করা যাই ততই ভালো। মনে রাখবেন এইটা কিন্তু ছোয়াচে -ওই ফুসকুঁড়িতে কেউ যেন হাত না দিতে পারে,

কিন্তু পরের ধাপ গুলো সব সময় ভালই ভাবে যায়না- কারো কারো তীব্র থেকে তীব্রতর ব্যাথা হতে পারে -এই স্তরকে বলা হয় পোস্ট হারপেটিক নিউরোলজিয়া [Postherpetic Neuralgia (PHN)], অনেক কষ্টকর - এমনকি ঘুম পর্যন্ত চলে যাই. এই ব্যাথা কিন্তু চিকিৎসার উর্ধে না- চিকিৎসা করা যাই- ব্যাথা কমানো যাই. অবশই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া লাগবে,

Google Profile,You wrote on my Google Profile

GOOGLE PROFILE: ★★★★★(121)

NEUROLOGIST HERE

Nerve Diseases and disorders

NERVE DISEASES, DISORDERS, & NEUROPATHIC PAINS

DISCUSS TODAY & ANYDAY

CONNECT & DISCUSS TODAY