What it is?
কি হতে পারে?
উঠা বসা, হাটা -চলা ফেরা, নিজের কাজকর্ম - সব কিছুই ধীর হয়ে যাচ্ছে, যখন বসে আছেন বা চলাফেরায় আছেন - হাত -পা দুইটাই কাঁপছে, অথবা হাত বা পা আলাদা ভাবে কাঁপছে, খেয়াল করলেন - একদিকের হাত বা পা কাঁপছে.
সমস্যাটা ধীরে ধীরে বেড়েই চলেছে এইটা কিসের সমস্যা বা সমস্যাটার নাম কি ? এইটার কি কোনো চিকিৎসা আছে ? কার কাছে যাবেন – এরকম অনেক প্রশ্নই আসবে
আপনার সমস্যার উত্তর এখানে পাবেন- পার্কিনসন রোগ -এইটা মস্তিষ্কের রোগ, এইটা হওয়ার সম্ভাবনাই বেশি ..... অন্য রোগ ও হতে পারে ? আরও বিস্তারিত জানলে বলা যাবে
পরীক্ষা করে পার্কিনসন্স রোগ ধরা যাই না, রোগীর সমস্যা শুনেই রোগ নির্ণয় করা যাই, এবং সম্ভব, পরীক্ষা করা লাগবে- অন্য কোনো কারণেই এরকম হতে পারে- সেইটা বাদ দেয়ার জন্য -
Connect & Discuss Today
- Neuro Consultation
- Make an Appointment
- WorldParkinson's Day 2023