সিয়াটিকা [Sciatica ], এই নামের সাথে অনেকের পরিচয় আছে, অনেকেই হয়তো ভুগেছেন, অথবা পরিচিত কেউ এ সমস্যায় আছেন, বা আগে ছিল ! সিয়াটিকা নামটা অনেকটাই জেনারেল টার্ম, সাইন্টিফিক নাম বলা যাবেনা, ডাক্তারি ভাষায় সঠিক নাম রেডিকুলোপাথি [Lumber Radiculopathy ], এ সমস্যা কোমরে ব্যাথার আরেকটা ধরণ,
বেশির ভাগ ক্ষেত্রে স্লিপ ডিস্ক এর কারণে হয়, কোমরের ভার্টিব্রার ভিতরে যে ডিস্ক [তালের শাঁসের মতো নরম ] তার নিজ স্থান থেকে পিছনের দিকে চলে যাই- এবং নার্ভের উপরে চাপ দিতে থাকে;
প্রথমত কোমরে ব্যাথা থাকবে, সেই ব্যাথা আপনার কোমরের পিছন দিয়ে নিচের দিকে নামতে থাকবে, উরুর পিছনে, হাঁটুর পিছনে, কাফ মাসলে, এমনকি পা পর্যন্ত চলে যেতে পারে,
ঠিক একই ধরণের সমস্যা ঘাড়েও হয়, সেক্ষেত্রে কিন্তু সিয়াটিকা বলা হয়না, রেডিকুলোপাথি [Cervical Radiculopathy ] বলা হয়; সোল্ডারে ব্যাথা হতে পারে, আর্ম-এ ব্যাথা হতে পারে, শেষ পর্যন্ত হাতের আঙ্গুল পর্যন্ত ব্যাথা এবং ঝি ঝি করতে পারে,