Neurology Specialist -Dhaka

Back Pocket Syndrome

Person with Back Pain, [ Fat Wallet Syndrome ]

ব্যাক পকেট সিন্ড্রোমে(Back Pocket Syndrome) /ফ্যাট ওয়ালেট সিন্ড্রোম (Wallet Sciatica) ও বলা হয়.

অনেকেই অনেক মোটা ধরণের মানি ব্যাগ ব্যাবহার করেন / অথবা মানি বাগে অনেক কিছু রাখেন - এবং সেইটা যখন পিছনের পকেটে রাখা হওয়ার - এবং ওই মোটা সাইজের মানি ব্যাগ নিয়ে অনেক্ষন চেয়ারে/ চেয়ার জাতীয় শক্ত কিছুতে বসে থাকেন, ড্রাইভিং , বা রাইডিং করেন -

এই ধরণের মোটা মানি ব্যাগ / ওয়ালেট ব্যাবহারের কারণে কি কি ঘটতে থাকে:

  • ঠিক যেখানে ব্যাক পকেট তার নিচেই সায়াটিক নার্ভ - বেশ মোটা এবং গুরুত্ব পূর্ণ একটা নার্ভ
  • মোটা মানি ব্যাগের কারণে ওই নার্ভটা কম্প্রেসড হতে থাকে
  • নার্ভের রক্ত চলাচল কমতে থাকে
  • নার্ভের ইস্কিমিয়া হয় [রক্ত সরবরাহ করে যাওয়াকে ইস্কিমিয়া বলে]
  • তার পর আরম্ভ হয় - ব্যাথা নিচের দিকে ছড়াতে আরম্ভ করে - যেই ব্যাথা উরুর [THIGH ] নিচে দিয়ে পায়ের দিকে নেমে যাই. অনেকটা সাইয়াটিক (Sciatic pain ) ব্যাথার মতো ব্যাথা হয়

মজার ব্যাপার হচ্ছে - পরীক্ষা করে তেমন কিছু পাওয়া যাই না; মোটা সাইজের মানি ব্যাগ পিছনের পকেটে না রাখাই দরকার - সামনের কোনো পকেটে রাখবেন অথবা খুব পাতলা মানি ব্যাগ ব্যাবহার করবেন

Connect, Talked and Discuss Today and Every Day

book an Appointment

Back pain Management

Make an Appointment, make Schedule, and Discuss Your issues today & Every day

Back Pain & Beyond the Boundary

  • Acute Back Pain
  • Acute Low Back Pain
  • Chronic Low Back Pain
  • Traumatic Back Pain
  • Radicular Back Pain
  • Secendary Back Pain
  • Back pain with Red Flag Signs