Neurology Professional
doctor dress

Queries & Questions

একেবারে সাইড এফেক্ট ছাড়া - কোন মেডিসিন নাই, এমন কি পানি খেলেও সাইড এফেক্ট হয় - যদি হটাৎ বেশি পানি পান করেন, মস্তিষ্কের কোষ ফুলে যাবে - খিঁচুনি হবে, যাইহোক- যেইটা মেডিসিন বাজারে ফার্মাসিতে কিনতে পাওয়া যাই - সেটার এফেক্ট [ভালো দিক] এবং সাইড এফেক্ট [খারাপ দিক ] দুইটাই আছে, যখন কোনো ড্রাগ মানুষের জন্য দেয়া হবে - তখন ভালো দিকটা খারাপ দিকের চেয়ে বেশি থাকে, এবং ভালো মন্দ বিচারের পরীক্ষায় সেই ড্রাগকে পাস করতে হয় -তাছাড়া মানুষের উপরে ব্যাবহার করা যাবে না,

যেমন খুব ছোট্ট মেডিসিন -সবাই খাই - প্যারাসিটামল - এর সাইড এফেক্ট হলো লিভার ড্যামেজ করে - এমনকি লিভার ফেইলর হয়ে অনেক বাচ্চা মারাও যাই [বাংলাদেশেও এরকম অনেক ঘটনা আছে]- তাই বলে কি মানুষ খাচ্ছে না, - দেদারসে খাচ্ছে

তাহলে আসল ঘটনা টা কি ? ঔষধ কোম্পানির মেডিসিনের সাইড এফেক্ট যেভাবে লিখে - সেইটা ভয়ংকর - দেখে পড়ে মনে হবে ১০০ জন রোগী খেলে ১০০ জনেরই সাইড এফেক্ট হবে - ফ্যাক্ট হচ্ছে - অন্য; যেমন মাথা ঘুরানো - ১% [১০০ জনের মধ্যে ১ জন ], পা ফুল - ২-৩%, ব্লার ভীষণ - ০.১০%, ইত্যাদি এই ভাবে আপনি কোথায় পাবেন ? কোনো কোনো মেডিসিন মানুষের মৃত্যু ও হতে পারে - যেমন ইনসুলিনের ডোজ বেশি হলে - মানুষ অজ্ঞান হয়ে যাবে - অজ্ঞান হয়ে মৃত্যু ও হয়.তার অর্থ এইনা চিকিৎসা বন্ধ করে বসে থাকা লাগবে,

ইন্টারনেটে অনেক ইনফরমেশন আছে এইটা সত্য - কিন্তু নলেজ [জ্ঞান ] নাই , আপনি এসব যতই পড়বেন ততই আপনার মধ্যে এংজাইটি বাড়বে - অর্থাৎ নুতন করে অসুখ যোগ হবে , .... ১-২ সপ্তাহ খাওয়ার পর বডির সাথে এডজাস্ট হয়ে যাবে - এইটাই নিয়ম; এইটা নার্ভের জন্য দেয়া

ইদানিং একটা একেবারে নুতন রোগ তৈরী হয়েছে , আপনি জেনে অবাক ও হবেন, সেই রোগটার নাম ইডিয়ট সিনড্রোম [IDIOT Syndrome], আপনি চাইলে সার্চ দিয়ে একটু দেখে নিতে পারেন - কাজে লাগতেও পারে , ......... আমার এক রোগী আছে - একেবারে ইয়াং -২৫, , নিউলি মারিড , তার পায়ে নার্ভের সমস্যা - এক্সিডেন্টের কারণে নার্ভ কেটে গেছে - হাটতে খুব অসুবিধা - আমি আমি যখন তাকে দেখি - কথা বলি - আমি অন্য কিছু পেলাম - নার্ভের সমস্যা ছাড়াও - তার ভয়ানক রকমের ডিপ্রেশন আছে - .... এর মধ্যে তার স্ত্রি - পিছনের ইতিহাস দিলেন - এক্সিডেন্টের পর বিছানায় শুয়ে শুয়ে রাত জেগে জেগে ইন্টারনেট দেখতো- তার পর থেকে সে আস্তে আস্তে একেবারে ডিপ্রেস - কোনো কিছুই তার ভালো লাগে না- ........ সে [রোগী ] যেইটা বললো - উনি ইন্টারনেটে দেখেছেন - নার্ভ একবার কেটে গেলে - আর জোড়া লাগে না , ঐরকমই থেকে যাবে , এইটাই হচ্ছে তার ডিপ্রেশনের কারণ - তাকে আমি ডিপ্রেশনের মেডিসিন দিয়েছিলাম - নার্ভ ঠিক করার আগে ডিপ্রেশন ঠিক করা লাগবে - ডিপ্রেশন একটা ইমার্জেন্সি ব্যাপার [ মানুষ আত্মহত্যা করতে পারে ]

Connecting Neurology Specialist is Easier and Faster

Connect, Talked and Discuss Today and Every Day

Google Meet Easier and Faster Way to Contact Me, Try This

Google meet Enable Us Quicker Connection and Discussion, Try it Today - [email protected]