Trigeminal Neuralgia[TAC]
ট্রাইজেমিনাল নিউরালজিয়া [Trigeminal Neuralgia - AKA Tic Douloureux-TN], TN results in Severe pain, eposodic attack, electric-shock-like/ lancinating facial pain involving side of face, gums, teeth; attacks may vary person to person - single attack to multiple attacks. Most attacks are stereotype.
ব্যাথার ধরণ: মুখের একপাশে ব্যাথা হয়, খুব তীব্র, বিদ্যুতের সক দেয়ার মতো, মনে হবে ছিড়ে যাচ্ছে, খুব অল্প সময় থাকে, বার বার ফিরে আসে,
কি কি কারণে বাড়তে পারে: গাল মেসেজ করলে, সেভ করলে, ফেস ওয়াশ ব্যাবহার করলে, মেকআপ ব্যাবহার করলে, এমনকি কথা বলেও ব্যাথা বেড়ে যেতে পারে। মজার ব্যাপার হচ্ছে - ঘুমের মধ্যে প্রায় হয়না; কিন্তু মাইগ্রেন এটাক হয়,
ট্রাইজেমিনাল নিউরালজিয়া দুই ধরণের হয়: টিপিকাল বা ক্লাসিক এবং এটিপিক্যাল- ক্লাসিক টাইপ -এ তেমন কোনো কারণ পাওয়া যাই না- বলা যাই ইডিওপ্যাথিক, কিন্তু এটিপিকল টাইপ কারণ থাকে; টিপিকাল টাইপ পরীক্ষা করে তেমন কিছুই পাওয়া যাই না, রোগীর বর্ণনা শুনেই রোগ নির্ণয় করা লাগে,
ব্যাথা যতই মারাত্মক /ভয়ংকর হোক চিকিৎসা কিন্তু আছে - বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা করলে ব্যাথা কন্ট্রোল করে রাখা যাই,
মুখের/গালের এই তীব্র ব্যাথা কিন্তু নার্ভের রোগ, নিউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ দরকার, দাঁতে কোনো ক্ষত নাই, পোকা নাই কিন্তু তীব্র ব্যাথা - দাতের ডাক্তারের চেম্বারে যাওয়ার আগে নিউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ আগে নেবেন
- Migraine Head Ache
- tension-Type Head Ache
- Sinus Head Ache, What in it