Sinus headache - What it is and What in it

Migraine & Sinus head Ache - What it is & what in it

10 টির মধ্যে প্রায় 9 টি সাইনাস মাথা ব্যথার ক্ষেত্রে প্রকৃত পক্ষে ছদ্মবেশে মাইগ্রেন মাথা ব্যাথা বাস করে। সাইনাস মাথাব্যথা এবং মাইগ্রেন প্রায়শই একে অপরের সাথে বিভ্রান্ত তৈরী করে।প্রায়শই ভুক্ত ভোগীরা সাইনাস ব্যথাকে অ্যালার্জি বা সাইনাস সংক্রমণকে দায়ী করেন, বাস্তবে এই মাথাব্যথা মাইগ্রেনের ব্যথা হতে পারে।যেটাকে আপনি মনে করছেন কিনা সাইনাস মাথাব্যথা সেই ব্যাথা যে মাইগ্রেন হতে পারে ভেবে দেখেছেন? সাইনাস ব্যথার সংখ্যাগরিষ্ঠ রোগী মাইগ্রেন মাথাব্যথার মানদণ্ড পূরণ করে। তদ্ব্যতীত, সাইনাস মাথাব্যথার সবচেয়ে সাধারণ কারণ যার জন্য রোগীরা তাদের চিকিৎসকের কাছে উপস্থিত হন, বাস্তবে সেই মাথাব্যথা মাইগ্রেন (International Headache Society)।

একটি সমীক্ষায় দেখা গেছে যে "২,৯৯১ জন রোগী সাইনাস মাথাব্যথার"জন্য চিকিৎসকের কাছে গেছেন, তার মধ্যে ৮৮% রোগীর মাইগ্রেন মাথাব্যাথা পাওয়া গিয়েছিলো। ২০০৭ সালে, সাইনাস, এলার্জি এবং মাইগ্রেন স্টাডি (SAMS): ১০০ জন সাইনাস মাথাব্যথা রোগীর(যেসব রোগী নিজেরাই নিজের রোগ নির্ণয় করেছিলেন-আমার সাইনাস মাথাব্যথা আছে (Self-Diagnosis) উপর গবেষণা করেন।মজার তথ্য হলো: মাত্র ৩ জনের সাইনাস জনিত মাথাব্যথা ছিল, বাদবাকি সবগুলিই প্রকৃত পক্ষে মাইগ্রেন (৮৬ Migraine & ১১ had another type headache;)।

সাইনাস মাথাব্যথার জন্য ইএনটি বিশেষজ্ঞের সরণাপর্ণ হওয়া বেশিরভাগ রোগীরই প্রায়শই মাইগ্রেন পাওয়া যাই। একটি ইএনটি ক্লিনিকে সন্ধান করে এক সমীক্ষায় দেখা গেছে যে সাইনাস মাথাব্যথার মাত্র ৫% রোগী সাইনোসাইটিস রোগ পাওয়া যাই. In fact, the International Headache Society doesn’t even call it “Sinus Headache” anymore. To alleviate confusion with Primary Headaches like Migraine and Tension-Type Headaches, it’s now called “Headache attributed to disorder of the nose or paranasal sinuses.”

neurology serices

কিছু কিছু লক্ষণ দু ক্ষেত্রেই সমান ভাবে থাকতে পারে যেমন:- -সারা মুখে প্রচন্ড ব্যাথা, চাপ চাপ ভাব - নাক বন্ধ হওয়া, নাক দিয়ে পানি পড়া - চোখ দিয়ে পানি পড়া - আবহাওয়ার পরিবর্তন, ডাস্ট ব্যাথা বাড়াতে পারে।

শুধু মাইগ্রেন এ হয়:

- ধপ ধপ মাঝারি থেকে প্রচন্ড মাথা ব্যাথা - সাধারণত মাথার এক সাইড এ হয় (দুই দিকেও হতে পারে। - আলো এবং শব্দ শুনতে খুব খারাপ লাগা - বমি বমি ভাব, বমি হতেও পারে। - চোখে ঘোলা ঘোলা দেখা।

শুধু সাইনাস মাথা ব্যাথার ক্ষেত্রে:


কি পাবেন - নাক বন্ধ - নাকে গন্ধ কম পাওয়া - হলুদ ডিসচার্জ

- গালে এবং কপালে ব্যাথা / চাপ চাপ ভাব, চাপ দিলে ব্যাথা লাগবে। - মাথা ব্যাথা আসবে এবং যাবে বিস্ময়কর ভাবে এইটা সত্যি : নাক বন্ধ বন্ধ ভাব এবং নাক দিয়ে পানি পড়া সাইনাস মাথাব্যথা তেও হয়, আবার মাইগ্রেন এ হয় (৫০%-৬০%). অতএব নাক বন্ধ এবং নাক দিয়ে পানি পড়লেই সাইনাস না !

কিভাবে বুঝবেন: সাইনাস মাথাব্যথা, না মাইগ্রেন

How & When You Want Your Neurology Consultation

  • We could Connect & Discuss Everyday
  • Saturday to Friday, At 9:00- 12:30PM; After 9:30PM until Midnight
  • Make an Appointment Today & Every day
  • Trouble in making an Appointment, Drop Message, Please
  • More to know, Dial [at] 018 6035 6716, Please

Connecting Neurology Specialist is Easier and Faster

  • Begin Every Morning and Evening
  • Saturday to Friday, At 9:00- 12:30PM
  • After 9:30PM until Midnight
  • Making an Appointment is Easy and Fast

Connect, Talked and Discuss Today and Every Day

Google Meet Easier and Faster Way to Contact Me, Try This

Google meet Enable Us Quicker Connection and Discussion, Try it Today - [email protected]