Understanding Alzheimer's Disease(Alz)

Chirkut (চিরকুট)- that signals Memoery Deficit

[ছোট কাগজে ছোট ছোট করে কিছু লিখে রাখা ] অনেকেই দৈনন্দিন কাজের -সেইটা যত ছোট হোক - লিস্ট /তালিকা করে রাখেন- আজকে কিকি করবো, কোথায় যাবো, কার কাছে যাবো- কি কথা বলবো, রাজি না হলে - আরও কি বলা লাগবে -এরকম অনেক কিছুই ঐ ছোট চিরকুটে লিখা থাকে। মজার মজার তথ্য ও থাকে -

আমার চেম্বারে একজন সিনিয়র ভদ্রলোক আসলেন- বসলেন - সাথে আরও কয়েকজন - [একান্ত আপনজন ], উনার সমস্যা জিজ্ঞাসা করলাম - পকেট থেকে একটা চিরকুট বের করে সমস্যা বলা আরম্ভ করলেন -[ চিরকুট দেখে দেখে ] তারপর -কিছুক্ষন পর বললেন - আমার বলা শেষ - কিছুই মিস করিনি - আজকে সকালে নাস্তা খাওয়ার পর - সবাই মিলে বসে আমার সমস্যাগুলো লিখে রেখেছি। এবার আপনার কিছু জিজ্ঞাসা করার থাকলে করতে পারেন??

জিজ্ঞাসা করলাম লিখে নিয়ে এসেছেন কেন ? কারণ কি ? উনি বললেন - আমি তো সব কিছুই ভুলে যাচ্ছি -লিখে না রাখলে তো আপনাকে সব সমস্যা বলতে পারবো না - এ কারণেই এই চিরকুট - লিখে রাখলে কি কোনো সমস্যা ডাক্তার সাহেব !

আমি জানতে চাইলাম - আপনি যে ভুলে যান -এইটা কি আপনার এই চিরকুটে লিখা আছে ? উনি চিরকুট দেখে বলবেন - না , লিখাতো নাই,

উনি যে ভুলে যাচ্ছেন - এইটার উনার সমস্যা/ রোগ - উনি ডিমেনশিয়া রোগে ভুগছেন

সেপ্টেম্বর মাস ডিমেনশিয়া সচেতনতা মাস - সারা মাস, ডিমেনশিয়া ও একটা রোগ -যার চিকিৎসা দরকার - চিকিৎসা আছে !

বাজারের ছোট খাটো হিসাব নিকাশ -ক্যালকুলেটর ছাড়াই করার চেষ্টা করবেন, বন্ধু বান্ধবের ফোন নম্বর মনে রাখার চেষ্টা করবেন- নাম লিখে রাখবেন - কিন্তু পাশে ফোন নম্বর থাকবেনা, গত মাসে কত খরচ হলো - বসে বসে অঙ্ক কষবেন- পাটিগণিত

লিটারেসি এবং নিউমারেসি - দুইটা আলাদা শব্দ - উপরের উদাহরণ - নিউমারেসির - এই নিউমারেসি প্রাকটিস করবেন ২০১৪ +(২+৩+১.২)-(৬৬+৮৭-৪৫.০০১)-২০২৩= ? মাঝে মধ্যে এরকম অঙ্ক কষবেন - মেমোরি ক্ষয় প্রতিরোধ করবে ,

Keep memories alive: Raise awareness for Alzheimer's disease.

Alzheimer's Disease: - Management & Beyond

Connect, Talked and Discuss Today and Every Day

Understanding Alzheimer's Disease- Beyond the Boundary

  • Definition
  • Prevalence and demographics
  • Impact on individuals and society
  • Treatment and Management
  • Research and Future Directions